Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০১৮

রাজশাহীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা/১৮ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2018-02-15

১৩-১৫ ফ্রেরুয়ারী/১৮ রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহী কলেজ মাঠে ৩ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। রাজশাহীর জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরিফের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী সংরক্ষিত মহিলা আসনের মাননীয় এমপি বেগম আকতার জাহান, রাজশাহীর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও রাজশাহীর বিভাগীয় কমিশনার নুরু-উর- রহমান ।

 

ডিজিটাল উদ্ভাবনী মেলার শুরুতে অতিথিবৃন্দের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহাঃ হবিবুর রহমান। তিনি উন্নত প্রযুক্তির মাধ্যমে শোষনহীন, স্বাবলম্বি ও উন্নতশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মেলায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।


অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগনের দোরগোড়ায় দ্রুত ও সহজে সরকারি-বেসরকারি উদ্যোগে আধুনিক প্রযুক্তিগত উন্নয়ন এবং ডিজিটাল সেবা সমূহ প্রদানে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তির অগ্রগতির এ যুগে জাতির উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সরকারের প্রতিটি দপ্তরে ইন্টারনেটের মাধ্যমে  জনগণের মাঝে সঠিক সেবা পৌঁছে দেওয়াই হবে আপনার, আমার, আমাদের লক্ষ্য। পরিশেষে তিনি রাজশাহী শিক্ষা নগরীকে আরোও আধুনিকায়ন করার অভিমত ব্যক্ত করেন এবং উপস্থিত সুধিজন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এ মেলা উপভোগ করার অনুরোধ জানান।


সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন, ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবে। তিনি সকল স্তরের মানুষকে দেশ গঠনে অংশ গ্রহন করার উদাত্ত্ব আহ্বান জানান এবং অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।


মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে, বিআরটিএ, পাসপোর্ট অফিস, ফায়ার সার্ভিস, জীবন বীমা কর্পোরেশন, বুয়েট, কর অফিস, বিটিসিএল, কৃষি তথ্য সার্ভিস, সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্টল তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও সেবার ধরন সম্পর্কে পাওয়ার পয়েন্টের মাধ্যমে জনসাধারনকে অবহিত করেন।